একটা ছাগল খাচ্ছিল ঘাস
মাঠের মধ্য খানে,
দস্যি ছেলে পাশে বসেই
তুলছিল তাল গানে।


হঠাৎ একটা শালিক এসে
বসলো ছাগের ঘাড়ে,
বিরক্তিতে ছাগল তখন
ঘাড়টি যে তার নাড়ে।


শালিক দেখে কোথা থেকে
এলো একটা মেকুর,
পাশেই ছিল নেড়ি কুকুর
তুলছে খালি ঢেকুর।


কুকুর চাইছে বিড়াল ধরতে
বিড়াল চাইছে শালিক,
এমন সময় দৌড়ে সেথায়
এলো বিড়াল মালিক।


ঘাপটি মেরে ভাবছে বিড়াল
ফেলবে শালিক পেড়ে,
কুকুর তখন তড়িৎ বেগে
গেল তাকে তেড়ে।


তাইনা দেখে বিড়াল মালিক
ধরলো হাতে লাঠি,
সপাস সপাস মেরে কুকুর
করল পাটি পাটি।


তখন সেথায় এলো ছুটে
কুকুর যিনি পোষে,
কুকুরের এ হাল দেখে সে
মারলো জোরে কোষে।


শালিক থেকে কুকুর বিড়াল
সেখান থেকে মানুষ,
মারলো দুজন চটাৎ চটাৎ
হারিয়ে জ্ঞান ও হুঁশ।


মারামারি করতে করতে
বিড়াল মালিক হত,
কুকুর পোষেন যিনি তিনি
হলেন খানিক ক্ষত।


দস্যি ছেলে দৌড়ে গিয়ে
থানায় দিল খবর,
পুলিশ এসে মৃত লোককে
দিয়ে দিল কবর।


তারপর এলো অনেক নেতা
সাথে অনুগামী,
নানান দলের নানান নেতা
পোশাক ভারি দামি।


কেহ বলে বিড়াল মালিক
আমার দলের লোক,
অপর দলের নেতা করেন
অনেক বেশি শোক।


তর্কাতর্কি চললো জোরসে
চললো হাতাহাতি,
কেউ কেউ আবার উচ্চ স্বরে
করলো মাতামাতি।


আজব দেশে আজব কাণ্ড
নেই তো কারো লজ্জা,
আজগুবি এই কাণ্ড দেখে
কাঁপে অস্থিমজ্জা।


এমনি করে সকল কাজে
চলে দলাদলি,
মার খায় কেবল অনুগামী
নেতায় গলাগলি।


এমন আজব কাণ্ড দেখে
দস্যি ছেলে ভাবে,
নির্লজ্জ এই নেতারা সব
দেশটা বেঁচে খাবে।


২৩/০৮/২০২০ ইং