মাকড়সা--
জাল বুনে আপন খেয়ালে
কখনো কখনো সুগম্য পথকে করে দেয় ভীষণ অগম্য
ওদের সম্পর্কে ভাবার কিছু নেই
কারণ, মানুষের মতো বিবেক-বুদ্ধি এবং মানবিকতা দিয়ে ওদের সৃষ্টি করেনি দয়ালু স্রষ্টা
কিন্তু দ্বিপদী মানুষ?
দুর্বুদ্ধির জাল বিছায় পরের ক্ষতি করার উদ্দেশ্যে
অপরকে ডুবিয়ে, বিপদে ফেলেই পৌঁছুতে চায় সাফল্যের কনক চূড়ায়
বিনির্মাণ করে সুরম্য স্বপ্নীল সৌধ
কে পদদলিত হলো
কার ক্ষতি হলো- অবকাশ নেই ভাবার
অথচ এরাই সৃষ্টির সেরা জীব- মানুষ!!
বিবেক-বুদ্ধি-মানবিকতা দিয়ে যাদের সৃষ্টি করেছে স্রষ্টা
এরা হায়নার চেয়ে হিংস্র!
ভাগাড় সন্ধানী শকুনের চেয়ে লোভী!!
কুশিক্ষার কৌলিন্য দিয়ে ধ্বংস করে সমাজ-সংসার
চৌর্যবৃত্তি আর ঠকানোর কৌশলকে মনে করে বিজ্ঞান
কিন্তু হায়!!
সব ফেলে একদিন সবাইকে চলে যেতে হয়
সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন হাজার হাজার দ্বিপদী মাকড়সার জালে সবাই বন্দি
ওদের কুটিল নাগপাশে হাঁসফাঁস করছে আমজনতা
কিন্তু টই টম্বুর সুখৈশ্বর্যে ওরা নির্বিকার !!


২২/০৮/২০২২ ইং