তোমরা সবাই দেশের নেতা
চাই তোমাদের হোক ভালো,
কথায় কথায় তোমরা কেন
নোংরা কথার বিষ ঢালো?

তুমি পাড়ো রামকে গালি
রাম গালি দেয় মৌতা-কে,
এ যেন এক মজার খেলা
ঢিল মারে শ্যাম মৌচাকে।

আমরা সবাই গরিব মানুষ
থাকি পেটের ধান্দাতে,
দুহাত তুলে ডাকি স্রষ্টায়
কেন ঠকাও বান্দাতে?

তোমরা থাকো অট্টালিকায়
আমরা থাকি বস্তিতে,
রোদে পুড়ি, ক্ষুধায় মরি
তোমরা থাকো মস্তিতে।

গরিব মানুষ, দেশের কথা
বলে মুখে, দাও যে বাঁশ,
মিথ্যার পরে মিথ্যা দিয়ে
খেলো তোমরা মজার তাস।

আমরা সবাই সরল মানুষ
মিথ্যা, ধোঁকা বুঝি না,
কষ্ট করে দুবেলা খাই
কারোর দোষ তো খুঁজি না।

শিক্ষা-দীক্ষা নেই আমাদের
তাই বলে তো খাই না ঘাস,
ধোঁকা দেয়ার রাস্তা ছেড়ে
মিথ্যা কথার টানো রাশ।

১৬/০৪/২০২১ ইং