ভোট এসে গেছে- পাড়ায় পাড়ায় নেতার চরণধূলি,
করজোড়ে হাঁটে, ওদের অধরে ঝ'রে পড়ে ব্রজবুলি।
কী মধুর হাসি! সুরেলা কন্ঠে ডাক--
মাসিমা! বৌদি! কাকা ও কাকিমা বলে বলে ছাড়ে হাঁক!
নেতার মুখের বাণী শুনে শুনে বঞ্চিত জনগণ,
ভুলে যায় বুকে জমে থাকা ব্যথা ভোট না দেয়ার পণ।
গত ক বছরে নানা প্রয়োজনে নেতার দুয়ারে ঘুরে,
জমেছে কেবল ব্যথার পাহাড় দলিত বক্ষ জুড়ে।


আবার এসেছে ভোট,
সহজ-সরল জনতা ভুলেছে মনের গহীন চোট।
তুখোড় বণিক নেতারা জানেন জনতা জনার্ধন,
তাদের আশিস শিরে না পশিলে না পেলে তাদের মন,
লালিত স্বপ্ন অধরাই রবে ব্যবসা বাড়ানো দায়,
তাই জনতার দ্বারে দ্বারে ঘুরে খিল ধরে যায় পায়।
তবুও না থেমে জবজব ঘেমে নেতার কাফেলা চলে,
কাল জিতে গেলে পরশু জনতা ডুববে চোখের জলে!
রাজ বণিকের ললাট রাঙাবে দিনমণি হেসে হেসে,
দুর্ভাগ্যের বন্যায় যাবে অবল জনতা ভেসে।


২৪/০৪/২০২৪ ইং