তোদের জ্বালায় জ্ব'লে মরি
মুখে বলিস হরিহরি আর,
পরের ক্ষেতের বেড়া ভেঙে
ফসল খেয়ে হোস যে পগার পার।

আমার ক্ষেতে তোদের ছাগল
চ'ড়ে চ'ড়ে করে পাগল রোজ,
দেখেও তোরা দেখিস না রে
বললেও তোরা রাখিস না যে খোঁজ!

গাছেরটা খাস তলার কুড়াস
তবুও তো হয় না তোদের হুঁশ,
লোভের ঘোড়ায় চ'ড়ে চ'ড়ে
মনের সুখে নিত্য মাগিস ঘুষ!

এখন জেলে দুঃখে কাঁদিস
আঁখি কেন করে রে ছল ছল!?
পরের টাকা কাড়িস যখন
এমনি আসে তাদের চোখে জল!

অহংকারের টাট্টু ঘোড়ায়
বসে ভাবিস তোদের হাতে সব,
সবার মাথার 'পরে যিনি
তাঁর আঁখিতে নীরব হাসির রব!!

১৯/০৯/২০২২ ইং