মশা ভীষণ দুষ্টু পাজি
অকাজে সে দারুণ কাজী
কাজের বেলায় নেই,
যেমন সমাজ দেহের মশা
চুরির টাকায় খেয়ে রসা
নাচে রে ধেই ধেই!!


আমার তোমার চারিপাশে
মশারা খুব মিষ্টি হাসে,
সবার রক্ত খেয়ে,
সত্যিকারের মশা যারা
ওদের কাণ্ডে পাগল পারা
থাকে শুধু চেয়ে।


দ্বিপদী এই মশার জ্বালায়
আসল মশা ছুটে পালায়
রক্ত খাবে কী!
বুদ্ধিমান এ মশার গালে
থাপ্পড় দিলে তালে তালে
খেতে পারবে ঘি!!


শান্ত-শিষ্ট, ভদ্র হয়ে
যতই তুমি থাকবে ভয়ে
বাড়বে মশার বাড়,
বাঁচতে হলে শক্ত হাতে
পোড়াও মশা দিনে রাতে
ভেঙে ওদের ঘাড়।


০৯/০৪/২০২৪ ইং