কে গো তুমি নদীর ঘাটে একলা করো চান?
ভেজা আঁখির পল্লব দলে বইছে খুশির বান।
গোলাপ রাঙা ঠোঁটের কোণে মিষ্টি-মধুর হাসি
কার হৃদয়ের বাগান খানি চলছো তুমি চাষি?


ভেজা তোমার কুন্তল রাশি পিঠের 'পরে ফেলে,
বাহুলতায় ঢেউ খেলিয়ে তাকাও পিছে হেলে।
তোমার ডাগর আঁখির তারায় কিসের যে ইশারা!
ঝড় উঠেছে আমার বুকে হচ্ছি দিশেহারা।


এমনি করে কারো মনে দিও না গো হানা,
ও রূপসী! এলোকেশী করি তোমায় মানা।
তোমার চোখের তারায় দেখি আমার সর্বনাশ,
নদীর ঘাটে একলা আসি তোমায় দেখার আশ।


ভেজা শাড়ির ভাঁজে ভাঁজে যৌবন করে খেলা,
পুব আকাশে উঠছে যেন ফাগুন রাঙা বেলা।
আমার মনের সবুজ বনে তোমার বিলোল আঁখি,
ঢেউ খেলায়ে, রঙ ছড়ায়ে পরায় আমায় রাখি।


কবে তুমি আমার হবে? বাসবে আমায় ভালো,
উচাটন এই মন আঙিনায় পড়বে প্রেমের আলো।


১৯/০৯/২০২১ ইং