তোমার কথা ভেবে ভেবে
                    দিন কেটে যায় হেলায়,
দাও না দেখা, কও না কথা
                    মেতে আছো খেলায়।

জীবনের শেষ আলোটুকু
                    নিবু নিবু হ'লে,
হয়তো এসে বলবে হেসে
                    যাবেই নাকি চ'লে।

আঁধার ঘেরা উঠোন 'পরে
                    দাঁড়াও যদি এসে।
হৃদয় আমার সুখের ভেলায়
                    চলবে ভেসে ভেসে।

বিকল হৃদয়, বিবশ শরীর
                    থাকবো তখন ঘোরে,
নয়ন মুদে বলবো হেসে
                    কোথায় ছিলে, ওরে!

এখন আমার নেই রে বেলা!
সাঙ্গ হলো জীবন খেলা।
আগে এলে দেখে নিতাম
                    নয়ন দুটি ভ'রে।
তোমার আমার মিলন পথে
                    কিসের বাধা, ওরে!

২১/০৫/২০২২ ইং