বিরহী এ মন চাতকের মতো
চারিদিকে শুধু চায়,
ঘন বরষায় শিহরণ জাগে
দামিনী চমকি যায়।

ডোবার কিনারে সঘন দাদুরী
ডেকে যায় মহাসুখে,
কদম্ব শাখে ভিজে দাঁড়কাক
কাঁপিছে দারুণ দুখে।

দখিনা বাতাস ফেলে যায় শ্বাস
ভেজা বর্ষার গায়ে,
চপলা রমণী দুরুদুরু বুকে
হেঁটে যায় পায়ে পায়ে।

দূরে পশ্চিমে ডাকিছে শিয়াল
রাতের প্রহর চিরে,
অম্বুদ রাশি অম্বরে ঘোরে
আয়েশি ভঙিতে ধীরে।

ঘন ঘন ডাকে ডাহুক-ডাহুকী
সজল প্রণয় আশে,
বাতায়নে একা বসে আছি আমি
নেই তুমি আজ পাশে।

হৃদয়ের দ্বারে হতাশার ভিড়
প্রণয় পিয়াসি মন,
নেই কাছে তবু তোমাকেই আজ
মনে পড়ে সারাক্ষণ।

২৯/০৫/২০২২ ইং