সিংহ মামা পড়েন যদি শিকারিদের ফাঁদে,
লজ্জা ভুলে কেশরী রাজ বাঁচার জন্য কাঁদে।
করজোড়ে মূষিক ভাইয়ের কৃপা দৃষ্টি কাড়ে,
মূসিক ছোট, কিন্তু কাজের বোঝে হাড়ে হাড়ে।


নিজের জায়গায় সবাই সেরা বোঝে পশুপতি,
বোঝে না তা দ্বিপদী জীব মস্তকে দুর্মতি।
শিক্ষা কিংবা বিত্তের নাগাল পেলেই কিছু মানুষ,
ঠকায় গরিব-দুখি-মজুর হারিয়ে জ্ঞান ও হুঁশ।


বনের পশু বুঝতে পারে মানুষ বোঝে না রে!
পরস্পরের বোঝাপড়ায় শক্তি-সাহস বাড়ে।
রাজা-উজির-পণ্ডিত হলেও বিপদ আসে ঘাড়ে।
যে কাজে যার শক্তি বেশি হাত বাড়ায় উদ্ধারে।


একা একা পারে না কেউ করতে বড়ো কাজ,
মিলেমিশে করলে তবেই জাগবে রে সমাজ!
দেশ গঠনে কুলি-মজুর-চাষার অবদান,
কুশিক্ষিত লোকের অধিক করো অবধান।


ওদের করে অবহেলা যায় না স্বদেশ গড়া,
ওরা বাঁচলে, বাঁচবে সবাই নইলে খাবে ধরা।
ওরাই দেশের শ্রেষ্ঠ সাধক, ওরাই দেশের রক্ষক,
ওদের শোষণ করে তোমরা সাজো কেন ভক্ষক?


০৩/১০/২০২১ ইং