হৃদয়ের কোণে কোণে জমে গেছে মেদ,
ভুলে গেছি ভালোবাসা বেড়েছে বিভেদ।
স্বার্থের চোরা স্রোতের সুনিপুণ টানে,
ভুলেছি আপন পর খুঁজি না তো মানে।
প্রিয়জন দূরে রেখে থাকি সুখে বেশ,
ভুলি তার অবদান থাকে না তো রেশ।
আমারও দায়ভার আছে তার প্রতি,
সেই কথা ভুলে হই নিজ কাজে ব্রতী।

প্রয়োজন যদি পড়ে ফের খুঁজি তাকে,
সমাদরে কাছে আনি আমার সে মাকে।
স্বার্থ ফুরালেই তাকে দেই পুনঃ দুখ,
অনাহারী থাকে মায় মেটেনা তো ভুখ।
মাকে কষ্ট দিয়ে যারা খোঁজে শুধু সুখ,
অবশ্য জীবনে পাবে ভয়ানক দুখ।

০১/১১/২০২০ ইং

(অনেক ছেলেরাই মাকে খুব কষ্ট দেয়। বেশি কষ্ট দেয় শিক্ষিত ছেলেরা। স্বার্থের প্রয়োজনে আবার কাছে টানে। প্রয়োজন ফুরালে আবার দূরে ঠেলে দেয়)