বিষপাত্রে ভরা ছিল মধু
করে গেছি পান অজ্ঞতায়,
ধীরে ধীরে জর্জরিত আমি
এখন রয়েছি অন্তিম অপেক্ষায়।
স্মৃতির জাবর কাটি অবেলায়
দেখি, ভুলে ভরা জীবনের আয়,
পারিনি মিলাতে সংসার সমী-করণ
হিসেবের ঘরে বার বার শূন্য থেকে যায়।
অন্ধকারে খুঁজেছি শুধু
আমি কার কেই বা আমার,
সব কিছু দিয়ে পেরেছি বুঝিতে
স্বার্থের ডোরে বাঁধা জগৎ সংসার।
প্রিয়জন কভু হয় নাতো কেউ
যেটা থাকে সেটা শুধু প্রয়োজন,
জীবনের অবেলায় অবাঞ্ছিত হয়ে
বৃদ্ধাশ্রমে কাটে শেষের জীবন।
ভুলে ভরা জীবন খাতায়
মিলে না হিসাব, থেকে যায় শুধু শূন্য,
দিন গুণে যাই মুক্তির আশায়
জানি না কিভাবে লভিব পুণ্য।