জানি আমরা সর্ব জনে, কিছুই যাবে না সনে
ওপারেতে নেই কোনো ব্যাঙ্ক, না আছে লকার।
স্বর্গ সুখ, নরক ভোগ আছে মৃত্যুর ওপার
মূল্য যার, পাপ-পূণ্য মুদ্রা রূপে থাকে কর্মগুণে।


তবে কেন এ যুগে এতো অনাচার, লোভ হিংসা
বিদ্বেষের, ক্ষমতার চারিদিকে জয় জয়কার।
পাহাড় প্রমাণ পাপ জমা করো, করো ভ্রষ্টাচার
কেন করো রক্তস্নান, মনে কেন জিঘাংসা ।


গরিবের চোখের জলে করো পিছল ওপারের পথ
কেন ডেকে আনো অন্ধকার আগামী প্রজন্মের
কখনো কি ভাবিয়াছো, এত ধন প্রয়োজন কিসের
পাপ পথে উপার্জনে কেন চাও সদা স্বর্ণরথ।


লোভে অন্ধ পাপ পথে টাকার পাহাড় করো জমা
বঞ্চিত করে গরিব প্রজায় কেড়ে লও তাদের গ্রাস,
রক্ষক সেজে ভক্ষক হয়ে করো দেশের সর্বনাশ।
জীবনের অন্তিম ক্ষণে কার কাছে চাইবে তুমি ক্ষমা।


রাজা মহারাজা ওপারেতে শূন্য হাতে চলে যায়,
করো কিছু ভালো কাজ, করো মানব কল্যাণ
শুধু কেড়ে নেওয়া নয়, কভু করে দেখো দান
পুণ্য কিছু জমা হোক চিত্রগুপ্তের খাতায়।