লিখেছো অনেক প্রেমের কবিতা
জ্যোৎস্না প্লাবিত রাতে,
পলাশের রঙে রাঙায়েছো গাল
হাত রাখিয়াছো হাতে।
পূর্ণিমার চাঁদে দেখেছো প্রিয়ায়
কবিতা ভরেছো ছন্দে
খুঁজেছো সেখানে জীবনের সুখ
হৃদয় রয়েছে দ্বন্দ্বে।


এসেছে এবার লেখার সময়
জাগাও বিবেক মনে,
অত্যাচার আর বঞ্চনার কথা
বলো সব জনগণে।
শিরদাঁড়া সোজা করুক সবাই
নিবের আঘাত দাও
দান অনুদানে তুষ্ট কেন তাঁরা
অধিকার কেড়ে নাও।


অসি চেয়ে মসি শক্তিশালী বেশি
প্রমাণ করতে হবে,
হানরে আঘাত নিবের আঁচড়ে
বদলাবে যুগ তবে।