সময়ের পাঁচিলের গায়ে অনাথ বটচারাটা
সূর্যের আলো খুঁজছে।
ক্লান্ত শহরের বুকে গাঙ্গুরের রঙে
আঁকা ছিলো কিছু বোবা ফেসটুন।
দমবন্ধ হয়ে আমার স্বপ্নের মৃত্যুর
হাহাকার নিভু নিভূ, জনশূন্য
সমুদ্রতীরে পরে ছিল একটা খোলা
সিগেরেটের প্যাকেট তখনও।
বিচ্ছিন্ন কতগুলো চিন্তার সার্কাসে লোক
হাসছি বহুদিন ধরে,
লাগামছাড়া ছিলাম না আমি যদিও কোনোদিন,
তবু রাতের কান্নায় দরকার হয়ে পরে
কতগুলো নখের আঁচড়।
শান্ত হতে একটা নতুন গান-
আজও আমার লাগে প্রতিদিন।