আমি ফিরে যেতে চাই আবার তোমার কাছে
সেখানে আমার জন্যে বিকেলের আকাশ
লাল হয়ে থাকে,
খাবলে খাবলে তুলে নেয়া প্রেম, উলঙ্গ ছেলের
ভিড়ে ক্লান্ত হয় রাস্তার কল।
সেখানে রাস্তায় রাস্তায় আমার জন্যে ভিড় বাড়ে-
আমাকে হারিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্যে।
আমার জন্যে আরেকবার নস্টালজিক হয়
লালবাড়ির দেয়ালগুলো, স্মৃতির ভারে ন্যুব্জ
ক্যাথিড্রালটা আমার জন্যে চেয়ে থাকে।
সেখানে আমার জন্যে প্রায় বৃষ্টি নামে,
এক হাঁটুজলে হেটে যাওয়া শৈশব আর যৌবনের
প্রহর গুনে যায় বাস্তব।
আমার জন্যে গঙ্গার ঘাটে এখনো বাদামওয়ালা
শূন্য চোখে অপেক্ষা করে,
সম্পর্কের ধ্বংসস্তূপে অপেক্ষা করে
আমার রোজ দেখা স্বপ্নের রংগুলো,
লাল-নীল-হলুদ বাকিটা সাদা কালো-
আমি পরে থাকি অনেক দূরে,
কাঁধে দায়িত্ব আর বাস্তবতার বোঝা চাপিয়ে।
দিন গুনে চলি- মৃত্যুর
বা একটা নতুন জীবনের..অন্ধকার থেকে হয়তো আলোর।