চল, আজ আবার ভিজি একসাথে চোখের জলে
আবার হাতধরে চেনা রাস্তাটা পার করি চোখ বুজে,
মিশিয়ে দে আমায় আজ তোর বাস্তবটার অংশ করে
চল না, চেনা ছক থেকে বেরিয়ে চিৎকার করি গলা ছেড়ে।


আমাকে আজ ঠেলে দিসনা দূরে,
যেখানে পথ খুঁজে যায় বাঁশি অচেনা কোনো সুরে,
যেখানে রাত্তিরে অভিমানী হয় আকাশের তারা;
আর তোর চোখের কাজল থেবড়ে যায় আর একবার আমার শার্টের কাপড়ে।


একটুখানি বেরিয়ে আয় তোর পুড়ে যাওয়া অতীতটাকে ছেড়ে,
তুলে নে একটু ভালবাসা আমার বুকের কবর খুঁড়ে,
দেখবি পৃথিবীটা এখনো চাইছে তোর হাসিমুখে সকালটাকে দেখতে;
আমি সেদিন হয়তো থাকব না,
কিন্তু আমার ভালবাসা থেকে যাবে তোর ঠোঁটের ছোঁয়াতে।