একটু অন্ধকার চাই
পরে থাকব এক কোণে
চোখ বুজে
নিঃসঙ্গ স্বপ্নগুলোর মৈথুনে অবাক চোখে মাকড়সা দেখবে আমায়
আমার মাথায় বুনে যাবে জাল কিছু অবাধ্য চিন্তা
আলো আসার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে
আমি চাই না আলো আমায় দেখুক
আমার শরীর স্পর্শ করুক
আমি অন্ধকারের জীব
আলোই আমার ছায়া হয়ে থাকুক যুগের পর যুগ ধরে
আমি স্বপ্ন দেখব
আমি ডানা মেলব মেঘে ঢাকা পশ্চিম আকাশের কালিমায়
আমায় কেউ কোনদিনও খুঁজে পাবে না
আমায় কেউ কোনদিনও ছুঁতে পারবে না
শুধু থেকে যাবে একটা ছুরি
আর কিছুটা রক্তভেজা অন্ধকার