কমরেড, তুলে নাও হাতিয়ার-
আবার সময় এসেছে শেকল ভাঙার।
মিথ্যে স্তুতি ও অগ্রন্থিত যন্ত্রণার
আরেকটা হিসেবে নেওয়ার।
বাঁধা ছকে সাপ-লুডো খেলে আমার বর্তমান।
অতীতের নেই নিস্তার, ভবিষ্যৎ রোজ চোখ রাঙায়,
তুমি দেখে নাও আরেকবার তোমার ক্ষুধার্ত চোখ মেলে -
তোমার বোনেদের উলঙ্গ করে,
করা যেন তাদের পুরুষত্ব জাহির করছে।
শুনে নাও ছেলে-খ্যাঁদানো বিধবার আর্তনাদ-
স্টেশনের আঁধার তার আর ভালো লাগছে না।
জানি, আমার করার আর কিছুই নেই ,
হাতুড়ি আর কাস্তে ধরা হাতগুলো নারীশরীরে
ব্যস্ত আজ।
কমরেড, সামনে আরেকটা একাত্তর আসছে।
তুমি প্রস্তুত তো?