কি রং তোমার পছন্দ?
সাদা, লাল নাকি নীল?


ওই আকাশটা দেখো
মেঘ কে জড়িয়ে রেখেছে
কাঁদো কাঁদো স্বরে বলছে
বৃষ্টি দাও ছড়িয়ে পৃথিবীকে ।


মেঘের রং সাদা
আমার কিন্তু সাদা রং-ই পছন্দ
তুমি কি পারবে দিতে কিনে
সাদা পাড়ের শাড়ি?
লাল টিপে হয়ত মানাবে ভারী।


ওই সূর্যটা দেখো
রঙিন করেছে পৃথিবীকে,
সূর্যের তাপে জেগে উঠেছে সূর্যমুখীর দল
ফুলে ফুলে ভরে গেছে পৃথিবীর সমতল'
লাল,হলুদের রঙ্গেরঙ্গে
হৃদয় রেঙেছে তোমার সনে।


আমি সূর্য হয়ে
সূর্যমুখীর মাঝে দাড়িয়ে থাকতে চাই
তোমার অপেক্ষায়
কারণ লাল রং তোমার পছন্দ।


নীল আকাশটা দেখো,
পৃথিবীকে করেছে বর্ণিল
আমি নীল আকাশ হব,
পৃথিবীকে রঙ্গে রঙ্গে রাঙিয়ে দিব।


তুমি নীল রঙের শাড়ির সাথে
সাদা রঙের পাড় কিনো
আমি বর্ণিল হব
তোমার মাঝে বসত গড়বো ।।