তোকে খুঁজেছি অরন্যের গহীনে
পিচঢালা পথের প্রান্তরে,
সমুদ্রের লোনা জলপ্রবাহে,
দূর হতে বহু দূরে।।


                আকাশের ছাঁদে, জোস্নার আলোয়
                চঞ্চল পাখিরা ঘুমিয়ে আছে
                 প্রকৃতিকে শান্ত করে ।।


পাহাড়ের চূড়ায়, গুল্ম লাতা
পাহারা দেয় অশান্ত দেবতাকে।
এই বুঝি আসবে মহাপ্রলয়
ছিন্ন করতে তোকে আমাকে ।।
                   নির্ঘুম কাটে রজনী,
                   ভোরের আলোয় নীভে যায়
                   পেন্ডুলিমের দ্যুতি,
গতিপথ থেমে যায় শুন্যে
বিরহ বাসা বাঁধে অন্তরে
তবু অপর দিনের প্রতীক্ষায় থাকি
সুখের স্পর্শ পেতে
সম্ভাবনার নুতন দ্বার ।।