একদিন বৃষ্টি এসেছিল


জুয়েল সাদাত


একদিন বৃষ্টি এসেছিল উবারে করে
আমি তখন নির্ঘুম রাতে জানালার পাশে
স্বপ্নরা অপেক্ষায়, নিলীমার বিচ্ছুরণে।


সেই দিন বিকেলে প্রেমের স্বাধ না পেয়ে মেয়েটি কামড়ে দিয়েছিল হাত,
একদিন স্বপ্নরা, আকাশে ভাসতে ভাসতে চা খেতে আসে,
কামনার স্রোতে সুর্য ডুবে একাকার, কে জানে কখন স্বপ্নে মেয়েটা  বুকের উপর শুয়ে।
সেইদিনই   উপোষ থাকতে থাকতে প্রেম নিরুদ্বেশ।

নিজের জগতটাকে ছোট করতে করতে একাকার জোসনা ভরা বৃষ্টিতে।
হোসিয়ারি মনে প্রেম কিনে বেলা ডুবে হয় দুর্বিপাক। উদারতার বাস্কে চালান দিয়েছি আকুলতা, বিপন্ন সময়, অপয়া অনুরাগ। বেহিসাবি মাতাল হাওয়া।


জুয়েল সাদাত  / ফ্লেরিডা ( আমেরিকা)
২৩ অক্টোবর ২০২০