সুখ দু:খ একাকার


জুয়েল সাদত


সুখের চিহ্ন নেই , অসুখের চিহ্ন আছে
যেন জিঙ্গেস করে , সুখি মানুষ গুলো কই ।
তারা সুধায় ,সুখি মানুষগুলো অসুখের মেহমান আজ
ভালবাসা ‍গুলো জমিয়ে রেখেছি পেন ড্রাইভে
দু:খ গুলো পালিয়ে যাবার জন্য ভিসা পায় নি ,
দোকানের বইগুলোর মত সুখ জড়াজড়ি করে শুয়ে আছে র‌্যাকে,
দীর্ঘশ্বাস মথিত আই সি ইউ তে সুখ দু:খ গুলো পাশাপাশি ।
আধার বৃষ্টির সন্ধ্যা মাঝ পথে সব ধুয়ে যায়,
আবার সুধায়, অসুখি মানুষ গুলো কই বল
কে জানে এরই মাঝে  কখন সুখ দু:খ লেপ্টে একাকার ।