আমি যে শহরটায় থাকি সেটার নাম কিসিমি
কেন জানি এ্ই শহরটায় তুষার পড়ে না
কল্পনার সীমাবদ্বতায় তুষার খুজি সুভ্রতায়
সেবার তুষার দেখবো বলে  নিউ ইয়র্ক গেলাম, তুষার দেখে হোচট খেলাম  ,
তুষার গুলো সেই আগের মত ধুসর নেই , ভেজালের আবর্তে তুষার বর্নহীন  


আমি যে ঘরটায় থাকি ,সেটায় ভেন্টিলেটর নেই
যা ইচছা কল্পনা করা যায় না ,
জানালাগুলো শক্ত করে আটকানো, হীম শীতলকে আটকাবে বলে
তাই নি:শ্বাস প্রশ্বাসের জটিলতায় স্বপ্ন গুলো  ভেসে  বেড়ায় তারা ভরা জোছনায় ,
এ্ই ঘর , মেঝে ,এই মলিনতা ৤ কি অনুসন্ধানী মন , ফাগুন হাওয়া ।


আমি যে ঘরটায় থাকি ,সেটায় ভেন্টিলেটর নেই
দশ বাই পনের ফুটের মধ্যে সুর্যমুখী খেলা করে বেশামাল
ভেন্টিলেটর ছাড়া স্বপ্ন গুলো মাঠি চাপা পড়ে অকারনে
আমি আমার স্বপ্ন গুলো পাশাপাশি হাটছিলাম সেই চেনা ছকেই
ছোট ঘরটায় দম বন্ধ হয়ে স্বপ্ন গুলো অত্মহত্যা করে !
স্বপ্ন গুলোর পোষ্টমর্টম রিপোর্ট এ তেমন কিছুই ধরা পড়ে না ।


আমি যে ঘরটায় থাকি ,সেটায় ভেন্টিলেটর নেই
ঘরটায় একটি টেবিল,  একটি হাতা বিহীন চেয়ার ও একটি ফ্যান ,জানালাগুলো ও না থাকার মত
মৃত সম্পকের মত , আমার সাথে ঘরটায় বাস করে একটি ডায়েরী
একাকিত্ব ও বাধক্য এর সাথে সময়ের তরঙ্গে জীবন বর্নহীন
লাম্পপোষ্টের টিমটিমে বাত্তি অসহায় জ্বলে
পর্দার আড়ালে লুকিয়ে থাকা চেনা মুখ, চেনা শহর,পড়ন্ত বিকেলের সোনালী আভায়  তৃপ্ত মলিন
বাতাসের প্রচন্ড চাপে ভন্টিলেটর হীন শহরটা ফ্রেম ছেড়ে বেরিয়ে যায় ।