পুরুলিয়ার ছেলে আমি, গ্রামে আমার বাড়ি;
দেখতে তোমায় মন চাইলে বাকুঁড়ায় দিই পাড়ি ।
গ্রামে টোটো,সাইকেল ছেড়ে বাঁকুড়া আসি বাসে ।
হঠাৎ করে ঘনকালো মেঘ ওঠে আকাশে।
আমার ঝড়-বাদলের সঙ্গে লড়াই, নদীর সঙ্গে খেলা;
এমন করেই কেটে যায়, মোর সারাটি বেলা।
যখন তখন অনেক যতন,
নৌকা সাজাই মনের মতন।
সোনামুখীর  ফর্সা মেয়ে মুখে তাহার হাঁসি,
ছবি নামের তাকেই আমি ভীষন ভালোবাসি।


ছবি আমার জীবন মরন, পদ্মার রুটি রুজি;
ছবিকে নিয়ে বেঁচে থাকার রসদ আমি খুঁজি।