আজ কি আর বলবো বলো
নেই বলার কিছু,
এমনি ভাবে আঘাত দিয়ে
করালে মাথা নিচু।

অনেক আশা মনের মাঝে
হলো না আর সারা,
হারিয়ে দিলে এক নিমেষে
হলাম দিশেহারা।

কত না আশা মনের মাঝে
করছে তোলপাড়,
কেন এমন করলে তুমি
ভাবছি বার বার।

তবুও মনে রেখেছি আশা
বুঝবে ঠিক ভুল,
সঠিক পথে এগিয়ে যাবে
উঠবে ফুটে ফুল।

অনুশোচনা করবে এসে
বাড়িয়ে দেবে হাত,
বলবে ঠিক তোমার পথে
থাকবো দিবারাত।

যাবো না চলে তোমায় ফেলে
হবো না অবাধ্য,
তোমার আশা করবো পূরণ
করবো অসাধ‍্য।