প্রতীক্ষার অবসান হবে কবে?
নিরীক্ষার ভুবনে তুমিই রবে।


পূঞ্জীভূত মেঘকে ভুলিয়ে পার হবে তুমি
বৃষ্টির আভাসে রেশ কেটে যাওয়া ভূমি।


পর্জন্য পশলা ধারা বহিবে নীরবে,
স্তিমিত ধরণীতে সে কবে ফিরিবে?


নির্বাক দৃষ্টিতে নাহি দেখি আগমন,
অবাক সৃষ্টিতে রইল আজ নিমন্ত্রণ।


গল্প গুলো বলে যাবো একাকী আমি,
চাইলে তুমি আড়ালে বানাবো রাণী,
তোমার ধারায় মিলিয়ে যাবে নয়নের পানি,
হৃদয় থেকে মুছে ফেলব একাকীত্বের ঘানি।


পর্জন্য পশলা ধারা বহিবে নীরবে,
স্তিমিত ধরণীতে সে কবে ফিরিবে?


সব প্রশ্নের উত্তর নেই তা আমি জানি,
রেশহীন উত্তাপ ছিলো ভুলি নিতো আমি!


শঙ্কিত চিত্তে আর রাখিনি‌ আশা অব্যর্থভাবে,
শহরে আবার আসবে ফিরে সে স্পন্দিতহারে।