সন্ধ্যা নামে ব্যস্ত শহরে,অলি গলিতে স্মৃতির কবর,
বসন্তের মাঝেও বৃষ্টি নামে,কে রাখে সে সুপ্ত খবর!


কেউ ছোটে সেই ভোরের আলোয় টানতে এক বৃহৎ বোঝা,
কেউ জানালার কাঁচ সরিয়ে ছাড়ে হতাশার তীব্র ধোঁয়া।


দিবারাত্রির ঘড়ির কাঁটা চলছে তার আপন মনে,
গাছ গাছালির গল্পগুলো শুনছে তারা একই সুরে।


আর আমি?


আমার এ জীবন,এ ক্ষুদ্র জীবন,আকাশের তরে,বাতাসের ভ্রমে,স্বপ্নের ছোটে,ব্যর্থতার কোণে চলে যায়,চলে যাচ্ছে,চলে যাবে।


আশা করিনা কোনো নতুন আবির্ভাব,
কোনো প্রেম,কোনো সফলতা,কোনো রাঙা প্রভাত, আশা করিনি কখনোই।


আর বসন্ত?


নতুন আঙ্গিকে,পদক্রমে, সূর্যের সোনালি আলোর বেগে বসন্ত এসেছে,বসন্ত থাকবে,তারা গান গাইবে,পাখিরা কোলাহল করবে কিন্তু একসময় সবাই চলে যাবে।


বসন্ত আনন্দময় তবে মাঝেমাঝে বিষণ্ন হয়,
দেখা যায় হঠাৎ বৃষ্টির ধারা, হৃদয় গম্ভীর রয়।


সন্ধ্যা নামে ব্যস্ত শহরে,অলি গলিতে স্মৃতির কবর,
বসন্তের মাঝেও বৃষ্টি নামে,কে রাখে সে সুপ্ত খবর!