কিউবার এক সমুদ্র প্রান্তে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলাম-


ভালো আছো?নেই?
কোনো উত্তর পাইনি।
সময় আছে?নেই?
কোনো উত্তর পাইনি।
ভালোবাসো?বাসোনি?
কোনো উত্তর পাইনি।


অদূরে মৃদু সুরের ধ্বনিতে আশ্চর্যান্বিত হয়ে ফিরে দেখলাম সে নয়,
তবে বেশ চেনা সুর,এইতো সেদিন-
আকাশটা বেশ হলুদ ছিলো,তার স্নিন্ধ ঈষৎ কোঁকড়ানো চুল ভিজে ছিলো,আমরা গল্প করেছিলাম ঘণ্টার পর ঘণ্টা আর সে আমায় রবিঠাকুরের গান শুনেয়েছিলো বটে।
তবে এই বাদ্যোর বিট তো ভিন্ন,
ওর শহরের সাথে আমি আজ ছিন্ন।
তাই বোধ হয় খুঁজি অকারণে অসময়ে অবেলাতে
হৃদয়ের জানালা নৃত্যতে মগ্ন সপাটে সমোহে
সশরীরে।


নোনতা লাগছে কেন?
সমুদ্রের ঢেউ তো বেশ দূরে,
চোখে ঢেউ?কেনো?
কোনো উত্তর পাইনি।
মনে পড়ে?পড়েনা?
কোনো উত্তর পাইনি।
ভালোবাসো?বাসোনি?
কোনো উত্তর পাইনি।