কোথায় না খুঁজেছি তোমায়।
শুরুটা হয়েছিলো বুকের পাঁজরের
          সেই চিন চিন ব্যথা থেকে।


তারপর ১৭৫৭, অসহায় সিরাজের সমর্পণে
কত যে অসহনীয় খোঁজা।
৫২ র ভাষা আন্দোলন,
বিশ্বাস কর একচূল বাদ রাখিনি কোথাও।


রক্তাক্ত রাজপথ প্রতিটি রক্তের কণাতে,
গভীর শূন্যতায় খুঁজেছি তোমাকে।
আমার স্পর্শে ফুঁসে ঊঠেছে শহীদের রক্ত,
               কিন্তু নিরুপায়।
আমি তো ঘাতক ছিলাম না।
ক্ষমতার দাপট ছিলনা বলে ওরা,
ওরা সখ্যতা গড়ল না।


ফিরে এলাম ৭১ এ
ঊফ কী রক্তাক্ত অন্ধকার।
৯ টা মাস শকুনের দলের কি মহানন্দ,
আমার তো একটা ই ভয় কোথায় খুঁজব তোমাকে।
মসজিদ মন্দির গির্জা কিংবা খোলা ঝর্ণার জলে
                      ভেসে আসা রক্তের দুর্গন্ধে।
অথবা সূর্যের কঠিন রূপ সূর্যের অতি বেগুনী রশ্মিতে,
কোথায় না খুঁজেছি তোমাকে।


শামসুর রাহমানের, “তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা”
                     তে ও গিয়েছিলাম একবার,
কেঊ তোমার খোঁজ দিতে পারল না।
দুর্বল আলোর ঝিলিকে আমার শক্তি
                      এখনো ম্লান হয়নি,
এই সরল  বাংলায় অনন্ত কাল ধরে
                    তোমায় আমি খুঁজব।