জীবনকে আজ ছড়িয়ে দিলাম,হলুদ রোদের রং
বুলবুলিতে ধান খেয়েছে করবে কে রে ঢং।
ঢং করিস নে ঢং করিস নে দে তো একটু হসি
তাকিয়ে দেখ তো আমি তোকে কেমন ভালবাসি।
মধুর ভালোবাসা আমার চক্ষে বাঁকা হাসি,
আমার নাকের নোলক বলে, তোকে ভালোবাসি।


ভালো আমি বাসিবো তোকে, ঠোঁটে বাঁকা হাসি
করিস্নে ঢং বলিস নারে তোমায় ভালোবাসি।
হাসিস না তো ঢং করে তুই, এমন মধুর হাসি।
আমার চুল বলবে তখন তোমায় ভালোবাসি।
কাঁদিস নে তুই কাঁদিস নারে আমার কাছে আসি,
চোখের চাহনি বলবে হেঁসে, তোকে ভালোবাসি।


আয়নারে তুই আয়না কাছে রোদ টা গেল কই
সত্যি করে বলতো দেখি,আমি কি তোর কেউ নই?
তুই তো সখা আমি সখি হবি কি তুই রাগ।
ভালোবাসা চলনা রে নেই, করে দুটি ভাগ।