তোমার সমুদ্র চোখে গভীর নীলাকাশ
চোখের বর্গক্ষেত্র জুড়ে আমার অস্তিত্ব।
তোমার চোখের আত্মা খুঁজে ফিরে
আমার মিষ্টি হাসি।
তোমার চোখের ভেষজ,
আমার বেঁচে  থাকা।


তোমার চোখের সূর্য কিরণ
আমার পথ খুঁজে পাওয়া  না পাওয়া।
তোমার সামান্য চোখের হাতছানি
আমাকে সাত পুরুষের ভিটাছাড়া করে।
তোমার নির্লজ্জ চোখের আদর
আমাকে নুতন করে প্রেম শিখায়।
তোমার চোখের অগ্নুৎপাত,
আমাকে অভিমানে বিদ্রোহী করে।


তোমার চোখের দূরত্বে
বিনা নোটিশে চঞ্চল হয়ে উঠে আমার মন।
কিশোরী নদী কানাকানি করে সান্তপরনে,
বয়ে চলে দূর মোহনায়,
সাগরের সাথে জুটি বাঁধবে বলে।
কিন্তু তোমার প্রজাপতি চোখ
পাঁজরের হাড় ভেঙ্গে,
নির্ঘুম করে দেয় আমার প্রতিটি রাত।