ভাবছ আমি ভালই আছি
দুঃখ আমার মোটেও নেই।
আমিতো চাইনি সুখ,
তোমায় ছাড়া একদণ্ড।
থাকতে হবে তোমায় ছাড়া
    কেমন করে বল,
তুমিত আমার জোছনা ভেজা
     ভাঙ্গা চাঁদের আলো।


ভাবছ আমার ঠোঁটে হাসি
সেতো আমার শুধু ই ভঙ্গি।
না বলার কথার ঢেউ,
ছুঁতে পারেনি আমার আকাশকে।
নরকের নগ্ন আগুন ব্যর্থ হবে
শ্মশান ও কাঁদবে প্রাণহীন এই হাসিতে।


ভাবছ আমি ঘুমে কাতর
দেহটাকে বিলিয়ে দিয়ে।
না জানি কত ভাল আছি,
লাল নীল সব স্বপ্ন নিয়ে।
স্মৃতির পাতায় দূরত্ব,
গুম মেরে বসে থাকে,
রাত ভর চেয়ে থাকি, শুধু তোমায় ভেবে।


ভাবছ আমার চোখে কাজল
বসে আছি কারো আশায়।
হু হু করে ব্যস্ত শহর,
খুঁজছে শুধু চোখের ভাষায়।
চোখের আর দোষ কি বল,
চোখ যে খুঁজে তোমার আলো।
তিন প্রহরের অন্ধকারে,
বাসা কি যায় তারে ভাল।