ছায়ামানব, স্বপ্ন মাঝে প্রদীপ হাতে
কেন একাকার করে দাও আমার
মুহূর্তের সোনালী আলো।
নির্জনতা ভেঙ্গে,
এক পা দু পা করে আমার
মনের দুয়ারে কষাঘাতে
আমি ক্লান্ত।
বিষণ্ণ মনে তোমার মায়াজালে
নিজিকে এলিয়ে দিয়েছি,
অমার্জনীয় অপরাধ জেনেও
পথ ভুলে চলে গেছে আনন্দলকে।
কলঙ্ক হবে জেনেও
শর্ত বিহীন হাত ধরেছি
তোমার হাতে,
অযুত স্বপ্ন নিযুত স্বপ্ন
আরও কত কি নাম না জানা
স্বপ্ন।
তোমার হাত ছুঁয়ে দিয়েছ
আমার কপোলে।
অমার্জনীয় অপরাধ জেনে ও
আনন্দের মিছিলে তোমাকে যাত্রী করবই।
ভালোবাসার আর এক নাম
হয় যদি স্বপ্নের মিছিল,
সাথী হব তুমি আর আমি।