আমায় এবার যেতে হবে
সুন্দর এ ধরা ছেড়ে,
কোথায় আমি যাব জান,
যেথায় থেকে কেউ না আর ফেরে।
সে যে নেয় তো আপন করে।


শিক্ত হৃদে সবাই যখন
বিদায় আমায় দিবে,
আপন করে অই মাটিটা
বুকে টেনে নিবে।
সে যে কত আপন ভেবে।


কি নিয়েছি কি দিয়েছি
হিসেব কষি  নাই,
হিসেব বসে তুমি কষ
আমি চলে যাই।
আমায় বিদায় দাওগ তাই।


আমার সাথে তোমার পথে
স্বপ্ন ছিল মেলা,
তুমি একা স্বপ্ন দেখ
আমার যায় যে বেলা।
সাঙ্গ হল খেলা।


ঝরে যাওয়া দিন গুলো তাই
শুধুই মনে রয়,
আমায় ভেবে তোমার যেন
হয়না কোন ক্ষয়।
পেয়ো নাক ভয়।