৩০ লক্ষ জীবনে কিনে আনা স্বাধীনতা
আজ অর্থহীন।
ক্ষমতার লোভে কেউ কারো দিকে তাকাবে
সেই ফুরসৎ নেই কারো।
সবাই সবাইকে নিতে ব্যাস্ত।
অর্থনীতির চাকা ক্রমস ই অচল থেকে অচলতর হচ্ছে।
না খাওয়ার কষ্টে মুখ খুলতে পারছে না মজুর,
দুরগন্ধ মানবতা কাঁদছে বার বার।
সেই কান্নার আগুনে বার্ন ইউনিট দগ্ধিত,
এই দগ্ধিত চিৎকার কারো কান পর্যন্ত পোছচ্ছে না।


প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজ রক্তের দাগ,
ধর্ষণে সেঞ্চুরি করেছে কোন এক কুলাঙ্গার।
স্বাধীনতা আজ শুধু আমার বইয়ের ঝকমকে অক্ষর।
লাখো শহীদের রক্তে কেনা স্বাধীনতা
শোষকরা চেটে  পুটে খাচ্ছে।


দেশটাকে একটা কারাগার বানিয়ে
বন্দী করছে হত্যা করছে গুম করছে।
প্রতিবাদের ভাষা হারিয়ে আজ
আমরা শুধু ই শকুনের খাদ্য।
মুক্তি পাগল মানুষ প্রতিটি দরজায়
ধাক্কা মেরে যাচ্ছে, স্বপ্ন দেখে যাচ্ছে।
কিন্তু রক্ত মাখা মাটি কি
ফিরিয়ে দিবে সে স্বাধীনতা।