কিছু বলা হয় না, কিছু বলা যায়  না
এদিকে সেদিকে শুধু দেখি আর ভাবি।
চারিদিকে কিসের এত পোড়া গন্ধ,
আমার প্রিয় মাটির সোঁদা গন্ধ
এখন আর নাকে ঠাই পায় না।


স্বাধীনতাকে আজ গিলে খাচ্ছে হায়ানের দল।
তিরিক্ষি মেজাজে ওরা আমার স্বাধীনতাকে
অনাহারী করতে চাইছে।
বড় বড় বুলি এখন আর
আমার মনকে চাঙ্গা করে না।
আমার ক্ষুধা আমাকে বর্বর করে তুলে,
আমার প্রতিবাদ আমাকে ভয় দেখায়।
কোন এক কারাগারে বসে আমি
পেট্রলে পোড়া মাইশার শেষ চিৎকার শুনি।


শিউরে উঠি, শুধু ই পোড়া গন্ধ।
আতরের গন্ধ নাই ।
আহত সময় আমাকে গলা টিপে ধরে,
আমার শরীরে ও পেট্রলের গন্ধ পাই।
যেমন ইচ্ছা তেমন করে যে কেউ
অসহ্য সুখে রোমাঞ্চিত হয় আমাকে পুড়িয়ে।
গল্প সদর্পে বেড়ে চলে উৎকণ্ঠায়,
শুধু আমার চোখে লেপটে থাকে
জমে থাকা গোপন জেদ।