আমার হাত টা তোমার হাতের মুঠোয় গুঁজে দিতে না পারলে
আমি ছট ফট করতে থাকি।
মনটা হয় উড় উড়ানি,
রূপালি আগুন ভরা রাত ফুলকি ছড়িয়ে
          আমাকে জাগিয়ে রাখে।
আমি আকাশের দিকে তাকিয়ে থাকি,
যোজন যোজন দূরে তুমি।
দূর থেকে দূরে, শত আসমান দূরে।


সময়ের চলমান অস্তিত্বের ভিতরে
সকালের খেই আর রাতের আনন্দ খুঁজে পাই।
বার বার সময় পচতে চায়
ফরমালিন দিয়ে নয়,
মনের সতেজতা দিয়ে আমি জিইয়ে রাখি।


অযত্নে আর অনিদ্রার কষ্টে  নয়
শূন্যতার জলে টলমল করে চোখ।
চেষ্টা করে  মিথ্যার প্রলেপ দিয়ে ও
বুঝাতে পারিনা,
আগামীতে এমন হবে না কোনদিন।


ভালোবেসে ভাববো বলে
অনুভূতিগুলো গোপনে লুকিয়ে,
রাত্রির চোখে স্বপ্ন আঁকি।
সেই নির্ভেজাল স্বপ্ন তোমার চোখে কাব্য গাঁথে
নিঃশব্দ আলিঙ্গনে শিহরিত করে আমায়,
আমি অন্ধ হয়ে যাই।
হাত টি আর ও শক্ত করে মুঠোয় চেপে ধরি।


বানের জলে ভেসে আসা ভাবনা
আমার চোখে অনিদ্রা লিখে,
দখল করে নেয় আমার প্রাসঙ্গিক ভাবনা।
বদলে নিতে চায় রুট নাম্বার।