প্রিয় মাতৃভাষা বাংলা


১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ৮ ই ফাল্গুন ১৩৫৮,
বুকের মাঝখানে কেমন ভারী ভারী লাগছে,
মনে হচ্ছে বুক বরা বর একটা কঠিন রাস্তা বয়ে যাচ্ছে।
আকাশ সমান রক্ত সেখানে কেউ জমিয়ে রেখেছে,
ক্রমশ দূরে কিছু মেঘ, সেখানে বর্ণের খেলা।
কোন এক বিদেশী ভাষা বার বার বর্ণমালাকে গ্রাস করতে চাইছে,
কিন্তু বিশাল স্মৃতি আমার এই বাংলা ভাষাকে নিয়ে।
মাঝে মাঝে ঘুম ভাঙ্গা রাতে অথবা তপ্ত দুপুরে
ভালবাসার গান গাই পরিচিত সূরে,
বাংলা আমার বাংলা মাগো কতই শান্তি তোমার কোলে।
বাংলা আমার ঘোমটা তুলে দাঁড়িয়ে আছে,
কিছুতেই তোমাকে ছেড়ে আর ঘরে ফেরা নয়।
স্টেনগানের গর্জন কিছুতেই অবনত করতে পারছে না
বাংলা মায়ের দামাল সন্তান কে।


মৃত্যু যেন তাদের বোনাস।
কারফিউ, ১৪৪ ধারা জারি ভয় তুলে মনে,
দুঃস্বপ্নকে স্বপ্ন বানিয়ে নিজেকে বোনাস দেই মৃত্যুর হাতে।
নিজের জীবন বলি দিব তবু ও স্বাধীন ভাষাকে ছিনিয়ে নিতে দিব না।
স্বাধীনতা ধর্ষিত হচ্ছে বার বার
এ কথাটি বলতে আমার চোখে পানি এসে যাচ্ছে।
স্বাধীনতা আমার মা,
সন্তান নিজ চোখে মা কে
বার বার ধর্ষিত হতে দেখবে
এ কেমন কুলাঙ্গার সন্তান আমরা।
প্রসাদের ভিতরে আরাম আয়েসে ঐ জানোয়ারের দল
লুটে পুটে খাবে আমার মায়ের দেহ,
আর লালা রক্ত নিয়ে কফিনে বসে
ঠাণ্ডা মাথায় আমি দেখতে ই থাকব,
কি চমৎকার!


মেঘে ঢেকে আছে বাংলা ভাষা
ওরা আমার ভাষা টা কে ছিনিয়ে নিবে,
উচ্চস্বরে চিৎকার
চলে গেল রফিক সালাম বরকত।
কি স্যাতসেতে ঠাণ্ডা রক্ত,
টেনে দিয়েছে পথে সময় দুঃসময়ে।
আরাম প্রিয় ঘুমে নিখোঁজ ভাষা আন্দোলনের শহীদরা,
কিন্তু কাঁদছে ৫২।
ক্ষমতাধর পশুরা জেনে গেছে এরি মধ্যে,
আমরা বলি হব কিন্তু উর্দু বলব না।
নিস্বপ্ন চোখে ওরা ভুরু কুচকায়,
নির্বোধ আনন্দে লুণ্ঠিত করতে চায় আমার বাংলাকে,
কিন্তু আমরা ইতিহাসে ঠাই কর নেই,
প্রিয় মাতৃভাষা বাংলা কে।
মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা।