সময়ের পায়ে ছোট্ট একটা ছিদ্র দেখলাম
গল গলিয়ে রক্ত ঝরছে, রাজপথ ভেসে যাচ্ছে।
যত্র তত্র ফিনকি দিয়ে রক্ত ঝরছে বলে
দীর্ঘ পথটা একা চলার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে।


খুব নীরবে অবচেতন মনে
মস্তিস্কে জমানো উন্মুক্ত চিন্তা,
তার রাজ্যের সীমানা অতিক্রম করতে পারছে না।
নিয়মিত অনিয়মের ধাক্কায়
বিষণ্ণতা আজ সত্যের বিকল্প খুঁজছে,
যার অস্তিত্ব ইতিহাসের মঞ্চে কেবলি
গুণ্ডামি আর ভণ্ডামি।


দুঃসময়টা অচমকা জুবু থুবু হয়ে মিসে যায় অজান্তেই ।
মুঠো ভর্তি আগুন নিয়ে ছড়িয়ে দেয় মস্তিস্কের কোষে কোষে,
অনুভুতির অশ্লীল দহনে নির্বোধের মত
জাগিয়ে তোলে কষ্টের তুফান।
আমার আমিত্ব লজ্জায় লুকিয়ে রাখে বুক পকেটে,
তার শেষ অশ্রুবিন্দু।
নৈরাজ্য ছড়িয়ে দিয়ে
শুন্য জীবনের দুয়ারে দাঁড়িয়ে সময় ।
ক্লান্ত চোখ বিক্ষুদ্ধ দুঃস্বপ্নের অভিমুখে
নিরন্তর হাতুড়ি পিটিয়ে যাচ্ছে,
ঠক ঠক ঠক।