নারীর অধিকার চাই নারীর অধিকার চাই বলে
চিৎকার চেচামেচি,
কে দিবে নারীর অধিকার, পুরুষ!
ওরা নাদানের দল, ওদের রোজগারে
বেড়ে ওঠা এই রক্ত মাংস,
কোন দিন দিবে না অধিকার।


বিক্ষিপ্ত ভাষায় চিৎকার, তীরের মতো
ছিটকে ওদের বুকে বাঁধে।
ফুটন্ত পানির মতো ওদের রক্ত
টগবগিয়ে এক সময় বাস্পিত হয়।
বক্র হাসিতে ওরা নারীর সাথে তাল মিলায়,
বলতে থাকে
নারীর অধিকার চাই।


যুগের পর যুগ ধৈর্য ধরে থেকেছে এ নারী,
কে কবে তাকে দিয়েছে অধিকার।
যাদের পায়ের তলায় ধাবিত এ চাওয়া,
তারা তো এ নারী থেকে ই সৃষ্ট।
জন্মে এ নারীর দুগ্ধ ই তাদের একমাত্র খাদ্য,
তবে কার কাছে এ চাওয়া।


শকুন শিয়ালের খাদ্য এ নারী
শ্রাবনের ঝর্ণাধারা এ নারীর চোখে।
এটা ই নারীর জন্য সত্য স্বাভাবিক,
কারো সুপরামশ ছাড়া নারী অচল।
পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী, এ নারীর মুখে
অধিকারের আবেদন।