এই যে পথিক
পথের বাঁকে,
স্বপ্ন আঁকে ভাবনা চোখে।
কত যে তার মনের আশা,
ভাবনাতে নেই সেই তো ভাষা।
একটু হাসে একটু ভাবে
একটু পিছু ফিরে,
মনে মনে কাউকে কি সে
খুঁজে এমন ভিড়ে।


প্রশ্ন করে নিজের মনে ,
ঐ যে পাখি
পাখির ডানা।
উড়তে তাদের নেইকো মানা।
আকাশ থেকে মাটির পানে,
কেমন করে ধায়।
মাছেরা সব কেমন করে,
পানিতে ঘুমায়।


দেশকে যারা ভালবাসে
দেশের মায়ায় কাঁদে হাসে ,
প্রশ্ন বানে জড়জড়িয়ে
কখন কি যে চায়।
বাংলা মায়ের দামাল ছেলে,
হেসে খেলে জীবনটাকে ,
গড়ে নিতে চায়।
এমনি করে নিত্য পথিক
স্বপ্নে করে খেলা ,
ভাসিয়ে দিতে চায় যে কখন
ভবিষ্যতের ভেলা।