পৃথিবীর নৃশংসতম  গণহত্যা
অপারেশন সার্চলাইট,
২৫ মার্চের সেই ভয়াবহ হত্যাকাণ্ড।
কি নিষ্ঠুরতা হায়ানের চোখে মুখে,
উন্মাত্ততা সব লন্ড ভন্ড করে দিল।
প্রতিশোধ, ধর্ষণ হত্যা আর লুণ্ঠন,
হাজার রুমির রক্ত স্থান করে নিল পতাকার মাঝে।  


বিশ্ববাসীকে বিভ্রান্ত করে ইসলাম রক্ষার নামে
ঢালাও হত্যা,
আজ ও আমার কানে বাজে।
নিখুঁত বস্ত্রহীন নগ্ন হাহাকার।
কাঁচের চুড়ি ভাঙ্গার সেই করমর শব্দ,
যেন সীমানা পেরুবার লাল টিকেট তাদের হাতে।


ক্লান্ত বর্ণহীন ফ্যকাসে মুখে টিক্কা খান, ২৫ মার্চ
১৫ টি সামরিক বিধি জারি করে বন্ধ করে দিয়েছিল,
মিছিল মিটিং আর সমাবেশ।
বার বার দুর্বার এক আকর্ষণে
বড়োই কঠিন ভাবে জবাব দিয়েছে এ বাঙালী,
মুক্তিযোদ্ধা আর স্বাধীনতাকামী মানুষ।


স্বাধীনতাকামী বুদ্ধিজীবীদের হত্যা করে,
মেধাশুন্য করে দিয়েছে এ জাতিকে।
কিন্তু তবু এ শকুনের দল,
রক্তের অশ্রুতে প্লাবিত করতে পারেনি।
জেগে উঠেছিল সারে সাত কোটি বাঙালী।