সবুজ ঘাস চারদিকে
মাঝখানে লজ্জাবতী লতা,
হাত বাড়ালেই অবনত মুখে মিইয়ে দেয়
যেন নিজেকে বানিয়েছে সে লজ্জাবতী মেয়ে।
সলাজ সাহস নিয়ে আবার তার ফিরে আসা,
যেন রাজকুমারের সোনা রূপার কাঠির ছোঁয়ায় মুগ্ধ।


দুপুরের কড়া রোদে, হেলে দুলে
জেগে ওঠে বার বার লাজুক লতা।
কি চৈত্র বা শ্রাবনের দুপুরে
জীবন্ত ফুল, হাসি দিয়ে হোঁচট খায় হৃদয়ে।
যেন মস্ত এক বাগান বাড়িতে
হেসে ওঠা এক রাজহংসী।


সদাই তার সদা হাস্য মিষ্টি ব্যবহার
সবচেয়ে কাছে টানে তার তুলতুলে গাল।
হাজার চেষ্টায় ও সে কথা কয়ে ওঠে না।
যেন পৃথিবীর সব ভালবাসা থেকে সে
যোজন যোজন দূরে।
সবার ছোঁয়াকে সে পিছনে ফেলে ,
চলে নিজের মতো করে।