আমার দৃষ্টিতে এখন আর কোন তীব্রতা নেই
স্বপ্ন ঢেকে দেয় না আমার চোখের জমিন।
ক্লান্ত নগরীর বড় বড় অট্টালিকার পাশ দিয়ে
চলে যাওয়া গলির শেষ আমি খুঁজেছি।
অনেকটা বছর তোমায় আমি খুঁজেছি
কিন্তু আমার দৃষ্টিতে তুমি পরনি একবার,
তোমার সবগুলো নাম আমি কত যে জপেছি
চিৎকার করে অথবা চোখের জলে।
ক্লান্ত নগরী আমাকে কিছুই দেয়নি কিন্তু
তোমার মনকে করে দিয়েছে কঠিন।
তবু ও আমি থেমে নেই, আমি আশাবাদী
স্বপ্নকে স্পর্শ করার দৃঢ় প্রত্যয় আমার চোখে।
দর কষাকষি করে ধার নেয়া আমার সুখগুলো নিয়ে
তুমি বেশ ভালোই আছ।
জন কোলাহলে দাঁড়িয়ে আছি
তবু ক্যান হৃদয়টা শুন্য মনে হয়-
বেঁচে থাকার তাগিদে মানুষের ছুটোছুটি
ক্লান্তিকর নিঃসঙ্গতায় কত অসহায়।
চোখের পাতায় ঘুম থাকে
কিন্তু ঘুম আসেনা।
শুধু খুঁজে ফেরে একটা ই নাম
যাতে প্রকাশ করা যায় না
হৃদয়ের পাথরে খোদাই করে যার নাম আঁকা।
চারদিকে অহরহ হৈচৈ
তবুও শূন্যতায় আমার হৃদয় অহরহ কেঁপে উঠছে
তোমার স্বপ্ন স্পর্শে আমি মত্ত হই,
তারপর ও স্বপ্ন দেখি অবিকল সেই তুমি
দাঁড়িয়ে আমার সম্মুখে।