ভন ভন মাথাটা আজ
ঘুড়ছে করে সাঁই,
সন্ধ্যা ঘিরে কোকিলটা তাই
তুলছে শুধু হাই।
ধূসর আঁধার ক্লান্ত শরীর
আলো আধারীর খেলা ,
স্বপ্নেরা সব কড়া নারে তাই
ইচ্ছে ছিল মেলা।


শান্তির কপোত পত্র দিয়ে
হৃদয়ে দেয় নাড়া।
জলের কষ্টে লাজুক নদী,
নিজেই দিশেহারা।
মেঘেরা সব স্যুট পরে আজ
আকাশের নীলে টাই।
সূর্যের সাথে ভাব করে সে,
চন্দ্রে নিয়েছে ঠাই।


তারার চোখের লাল  চাহনি
নক্ষত্রের মনে ভয়-
উড়ন্ত বাতাসের শাড়ী পরে সে
মনের মাঝে ই রয়।