ভালোবাসা মানেই এক ধরনের অসুস্থ্যতা
এটা মানসিক ব্যাধি ও বলা চলে।
নিজের মনে নিজের অজান্তে ই
নষ্ট হবার ভয় থাকে,
দগ্ধ হবার একটা গোপন সাহস থাকে,
কষ্টে রাঙা ঠোঁটে আলতো করে
ছুঁয়ে দেয়ার নেশা থাকে।


রাশি রাশি শিরোনামহীন ভয়
অপেক্ষা করতে থাকে।
শিউরে উঠে গা।
তারপর ও তাকে যেতে বলা যায় না,
লোভাতুর মন টা অশরীরী আত্মার মতো
         আঁকড়ে থাকে।
স্পর্শ অনুভব করতে চায় ,
বুকের ভিতরের অনুভূতিগুলো।


এক সময় সমস্ত চেনা মানুষ থেকে
নিজেকে বিচ্ছিন্ন করে,
পা বাড়ায়
অচেনা এক  নতুন পথে।
গোটা দুনিয়াটা এখন নিজের মুঠোয়।
খুব গোপনে নিজের অভিমানে
অভিভূত হওয়া,
এ যেন বিধাতার গোপন কোন রহস্য।