তোমার চোখের কঠিন আলোয়
ঝলসে দাও ঐ চোখ।
হায়ানের দৃষ্টিতে যেন আর একবার
ঐ চোখ তোমার চোখে রাখতে  না পারে।
স্বার্থন্বেষী সামাজিক কাপুরুষেরা
নিজের প্রয়োজনে ক্ষুধার্ত পশুর মতো,
লাসের স্তুপ থেকে খুঁজে নেয়
ঝুঁকে থাকা শরীর গুলো।


ম্লান আলোর নিচে চকচকে লাল চোখ
তৃষ্ণায় অটল।
টলটল করা ঐ চোখে
রক্তে রাঙ্গা লাল গোলাপের মতো,
শুধু সাহস করে একবার,
নিঃশব্দে বিছিয়ে দাও গোপনে লুকিয়ে রাখা
তোমার চোখের আলোয়।


মনের সীমান্ত বন্ধ হয়ে  যাক।
খুলে যাক প্রতিবাদের তপ্ত বাতাস।
উথাল পাতাল করে ছুঁয়ে যাক
মৌনতা।
তোলপাড় করে নিজেকে তুলে ধর
জীবনের বিলম্বিত পথ থেকে।
বিজয় একদিন তোমার ই হবে।