মুক্তির নামে বন্দী করে লুট করেছে ওরা কারা,
শয্যায় রেখে স্বপ্ন দেখিয়ে নেই কেন আজ সারা।
আমাদের দিন শেষ হয়ে গেলে আসবে কে বলো,
ওদের জন্য পিচ্ছিল পথ পরিষ্কার করি চলো।


শেষ হবে কি আমাদের যুদ্ধ বলো দেখি সুমনা,
ভোটা ভুটি করে পার পেয়ে যাক,এটাই কামনা।
আজ দেখি খুন শিশুর হাতে আরো একটি শিশু,
এর যে বিচার কি হবে আমি ভেবে পাইনা কিছু।


বিচার বলতে কিছু নাই আজ, আছে শুধু ধাঁ ধাঁ,
এর গায়ে ও ছুড়ে মারে শুধু ঘৃণা ভরা কাঁদা।
গণতন্ত্র গণতন্ত্র বলে মুখে আনে যারা ফেনা,
ইচ্ছে করলে এখন তাদের যায়না কিন্তু চেনা।


রাম শাম জদু মধু সবাই এখন দলে ঠাই,
দলের জন্য ওরা কখনো ভাল কিছু বহে নাই।
টাকার কাছে সব মহিমা কেন লুটোপুটি খায়,
দিশাহিন যুবক টাকার কাছে দিশা পেতে চায়।


শিক্ষা এখন বাণিজ্য করেছে নিস্তার কারো নাই,
শিক্ষক তাই ক্ষমতার গোলাম শিক্ষাতে না শাঁই।
থর থর বুকে, অন্ধ হয়ে কত কি যে চায় মন,
ভালবাসি দেশ ভালবাসি তোকে এটা হোক পন।