তুমিহীণ একাকী জীবন খূব কষ্টের,
বুক জুড়ে চিন চিন ব্যাথা।
তোমার প্রতিটি চলন বলন আমার খুব চেনা।
যেন জীবনের ধারাবাহিকতা।
হাওয়ায় তোলপাড় করা তোমার মুগ্ধতা,
আমাকে ছুঁয়ে যায় শীতলতায়।
উত্তাল আবেগে কান পেতে রই স্বপ্নের ভুবনে,
আকুলি বিকুলি করি স্পর্শ অনুভবে।
মহাব্যাস্ত তুমি, আমার কথা শুনার সময় নেই,
কাউকে বলত পারিনা সে কথা।
তোমার আমার ছন্দের মিল সেকথা বলতে গিয়ে
নীল হয় হৃদয়।
পরস্পরকে আমরা খুব কাছে থেকে দেখি,
অসময়ে।
তোমার ইচ্ছেগুলো আমার ইচ্ছের সাথে মিশে একাকা্‌র,
ফুলে ফেঁপে উঠে স্তব্ধতা।
মুখোমুখি বসে থাকি সময়ের পর সময়
তৃপ্তিতে মন ভরে না।
তুমি আজকাল আমার কবিতা হয়ে উঠেছ।
তছনছ করে দিয়েছ আমার অক্ষর।
আমার মলিন ঠোঁটের তীক্ষ্ণ হাসি,
তোমাকে সব ই জানান দেয়
কিন্তু এ আকুতি বেধ করা কঠিন।
ধরিত্রীতে তুমি এসেছ শুধু আমার জন্যই,
আধাআধি ভালবাসা ভাগ করে খাব বলে।